Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর অপেক্ষার পর প্রথম জয় পেল সান মারিনো

স্পোর্টস ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২

ফিফা র‍্যাংকিংয়ের সবচেয়ে নিচের দল তারা। অনেকে কটাক্ষ করে তাদের ‘বিশ্বের সবচেয়ে খারাপ ফুটবল দলও’ বলে থাকেন! সান মারিনো যে ২০ বছর ধরে কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি! অবশেষে কাটল সেই জয় খরা। ইউয়েফা নেশনস লিগের ম্যাচে লিখটেনস্টেইনকে ১-০ গোলে হারিয়ে বহু আরাধ্য সেই জয় পেল সান মারিনো।

মাত্র ৩৩ হাজার জনবসতির দেশ সান মারিনো, আয়তন মাত্র ৬১ বর্গ কিলোমিটার। কখনোই ফুটবলে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি ছোট্ট এই দেশটি। বিশেষ করে গত ২০ বছরে তাদের ফুটবল সাফল্য নেমে এসেছে তলানিতে।

বিজ্ঞাপন

ফিফা র‍্যাংকিংয়ে সান মারিনোর অবস্থান ২১০ তম। গত ২০ বছরে ১৪০টি ম্যাচ খেললেও একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি সান মারিনো। নিজেদের ফুটবল ইতিহাসে ২০৬ ম্যাচের মাঝে ১৯৬ ম্যাচেই হারতে হয়েছে তাদের!

সবশেষ ২০০৪ সালে লিখটেনস্টেইনকে হারিয়েছিল সান মারিনো। সেটিই ছিল তাদের ফুটবল ইতিহাসের একমাত্র জয়। ২০ বছর পর সেই একই দলের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা। ম্যাচের ৫৩ মিনিটে ১৯ বছর বয়সী নিকো সেনসোলির একমাত্র গোলে হারের বৃত্ত থেকে বের হলো সান মারিনো।

সারাবাংলা/এফএম

সান মারিনো