শেকৃবির নতুন উপাচার্য ড. লতিফ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যানটমোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেকৃবি উপাচার্য পদে ড. লতিফের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী এ পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ড. লতিফ সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ পদধারীদের অনেকেই পদত্যাগ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ওই সময়কার শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়ার পদত্যাগের দাবি তুলেছিলেন। পরে ৬ আগস্ট রাতে শেকৃবি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন ড. শহীদুর। একমাস পর ড. লতিফ সেই পদে নিয়োগ পেলেন।
সারাবাংলা/টিআর
ড. মো. আব্দুল লতিফ শেকৃবি উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়