Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক মাছুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৪

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য পদে অধ্যাপক মুহাম্মদ মাছুদকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি একই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের অধ্যাপক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১০ (১) অনুযায়ী অধ্যাপক মাছুদকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য পদে অধ্যাপক মাছুদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে উপাচার্য অধ্যাপক মাছুদকে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ পদধারীদের অনেকেই পদত্যাগ করেন।

ওই পরিস্থিতিতে গত ১২ আগস্ট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার পদত্যাগ করেন। প্রায় এক মাস পর অধ্যাপক মাছুদ সেই পদে নিয়োগ পেলেন।

সারাবাংলা/টিআর

অধ্যাপক মুহাম্মদ মাছুদ কুয়েট কুয়েট উপাচার্য খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর