Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে সুপার টাইফুনের আঘাতে ২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে সুপার টাইফুন ইয়াগির আঘাতে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৯২ জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার (৭ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে। এর আগে, শুক্রবার আঘাত হেনেছে হাইনানে ইয়াগি।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলছে, শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হানার কারণে অন্তত দুইজন প্রাণ হারিয়েছে। এছাড়া ৯২ জন আহত হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলেছে, ঘণ্টায় ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাওয়া ইয়াগির কারণে গাছপালা উপড়ে গেছে। প্রায় চার লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

দ্বীপটির হাইকোর প্রধান বিমানবন্দর শনিবার ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে ফিলিপাইনে ইয়াগির আঘাতে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এটি আরো শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনে আঘাত হানার পর এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ইয়াগি ইউনেস্কো ঘোষিত ভিয়েতনামের ঐতিহ্যবাহী বিখ্যাত স্থান হ্যালং বে এর আশেপাশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে।

সারাবাংলা/ইআ

চীন সুপার টাইফুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর