Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ২ বিদেশি জাহাজের সংঘর্ষ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গভীর সাগরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে বড়ধরনের ক্ষয়ক্ষতি কিংবা জাহাজ চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাঙ্কারেজে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পানামার পতাকাবাহী এমভি নেভিওস সেলেসটিয়াল এবং লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ৪৪ হাজার মেট্রিক টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডেপ) সারবোঝাই নেভিওস সেলেসটিয়াল নোঙ্গর ছিঁড়ে ২৭ হাজার মেট্রিক টন মসুর ডালবোঝাই ফ্রেন্ডলি আইল্যান্ডসকে ধাক্কা দেয়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘সংঘর্ষের উভয় জাহাজেরই অবকাঠামোগত ছোটখাটো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজ দুটিতে পানিপ্রবেশ কিংবা তেল নিঃসরণের মাধ্যমে দূষণের কোনো খবর পাওয়া যায়নি। সেগুলোকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নোঙ্গর করা হয়েছে। আলফা অ্যাঙ্কারেজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক আছে।’

বিদেশি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ক্ষয়ক্ষতি নিরূপণ করছে বলে জানিয়েছেন বন্দর সচিব।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম বন্দর টপ নিউজ বহির্নোঙ্গর বিদেশি জাহাজ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর