রোববার থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৪
ঢাকা: আগামীকাল থেকে আশুলিয়ার সকল পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (৭ সেপ্টেম্বর) আশুলিয়ার হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট ফ্যাক্টরি’ অফিসে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গোয়েন্দা সংস্থা, কারখানার মালিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
বিজিএমইএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল ৮ সেপ্টেম্বর আশুলিয়ার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়।’
প্রসঙ্গত, দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছুদিন ধরে পোশাক কারখানায় অস্থিরতা চলছে। আশুলিয়া, সাভার ও গাজীপুরের কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
কারখানার মালিকদের দাবি, এসব এলাকায় যে আন্দোলন হচ্ছে তাতে শ্রমিকরা নেতৃত্ব দিচ্ছে না। অন্য একটি পক্ষ শ্রমিকদের উসকে দিচ্ছে। এমন পরিস্থিতে সরকার পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ওই তিন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম