Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশকে আগের তুলনায় সমীহ করবে ভারত’

স্পোর্টস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩২

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছেন শান্ত-সাকিবরা। বাংলাদেশের পরবর্তী মিশন ভারত সিরিজ। ভারতের মাটিতে সিরিজের আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আগের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ দলকে সমীহ করবে ভারত।

ভারতের বিপক্ষে ২ টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচ খেলতে আগামী সপ্তাহেই ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুরু করেছে প্রস্তুতিও। ঘরের মাঠে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ যথেষ্ট সম্মান পাবে বলেই বিশ্বাস ফাহিমের, ‘ভারত বাংলাদেশকে আগের তুলনায় আরও সমীহ করবে। আরও পরিকল্পিত উপায়ে খেলার চেষ্টা করবে। হয়তো আগে তারা বাংলাদেশকে সেভাবে দেখত না। আমার মনে হয় বাংলাদেশের জন্য ভারত তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। যে মানসিকতা নিয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছি সেটা ধরে রাখাই চ্যালেঞ্জ হবে।’

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে দুদান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। ভারতের বিপক্ষেও বোলারদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশকে, মানছেন ফাহিম, ‘আমাদের বোলিংটাকে সমীহ করতে হবে। পেস-স্পিন দুই বিভাগেই আমাদের ভালো সমন্বয় আছে। পিচ যেমনই হোক না কেন আমাদের বোলাররা ভালো করবে বলেই আত্মবিশ্বাস আছে। এজন্য ভারত আমাদের বোলিংকে সমীহ করবে বলেই আমার বিশ্বাস।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর