ইবি’র লালন শাহ হলে গণরুম বাতিলসহ ৫ সিদ্ধান্ত
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৫
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুম বাতিল করাসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। রোববার (৮ সেপ্টেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
নোটিশে উল্লেখ থাকা অন্য সিদ্ধান্তগুলো হলো, অন্য হলের ছাত্র এই হলে অবস্থান করতে পারবে না। প্রতিটি কক্ষে আসনের অতিরিক্ত ছাত্র অবস্থান করতে পারবে না। আবাসিকতা ছাড়া কোন ছাত্র হলে অবস্থান করতে পারবে না। এছাড়া নোটিশে স্নাতোকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। কেউ নিয়ম অমান্য করলে হল প্রশাসন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. আাকতার হোসেন বলেন, ‘র্যাগিংসহ বিভিন্ন অপকর্ম গণরুমেই বেশি হতো। এর আগেও চেষ্টা করে সম্ভব হয়নি, এখন সুযোগ আছে তাই বাতিল করে দিয়েছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে অবস্থানরত অন্য হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে হল কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি নোটিশে ৭-১৭ সেপ্টেম্বর আবাসিক শিক্ষার্থীদের নিজ নামের বরাদ্দ হওয়া আসনে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমও