Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ উড়োজাহাজ, ৩০ মার্সিডিজ কেনার সিদ্ধান্ত


২০ ডিসেম্বর ২০১৭ ১৯:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য কানাডা থেকে তিনটি ড্যাশ-৮কিউ-৪০০এনজি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য এসব উড়োজাহাজ কেনা হচ্ছে। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় উড়োজাহাজ কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় ২০১৮ সালের ৫ মে রাজধানীতে ওআইসি‘র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ব্যবহারের জন্য ৩০টি মার্সিডিজ গাড়ি কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

একই বৈঠক থেকে জানা যায়, কানাডা থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) এসব উড়োজাহাজ কেনার প্রস্তাব করা হয়েছে। বিমানবহরে বর্তমানে ২টি ড্যাশ-৮ উড়োজাহাজ রয়েছে। উড়োজাহাজ দুইটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হয়। এ ছাড়া ঢাকা-কলকাতা রুটেও ব্যবহার করা হয়। ড্যাশ-৮-এর প্রস্তুতকারক হচ্ছে কানাডিয়ান কোম্পানি বোমবারডিয়ার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গত ৩০ নভেম্বর নতুন তিনটি ড্যাশ-৮ কেনার প্রস্তাব অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে পাঠায়। এ জন্য যে টাকার দরকার হবে সেটার জোগান দেওয়ার প্রস্তাব দিয়েছে কানাডার সরকারি প্রতিষ্ঠান এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা (ইডিসি)। বিনা দরপত্রে সরকারি পর্যায়ে (জিটুজি পদ্ধতি) এই কেনাকাটার প্রক্রিয়া শেষ করা হবে।

সারাবাংলা/জিএস/এমএ

উড়োজাহাজ ড্যাশ-৮ ড্যাশ-৮কিউ-৪০০এনজি মার্সিডিজ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর