Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারের হয়ে কাউন্টিতে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশে না ফিরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব আল হাসান। এবার জানা গেল তার সেখানে যাওয়ার কারণটাও। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডের কাউন্টি দল সারের সাথে চুক্তি হয়েছে সাকিবের। ভারতের বিপক্ষে সিরিজের আগে সারের হয়ে একটি ম্যাচে মাঠে নামবেন সাকিব।

টনটনে সমারসেটের বিপক্ষে আজ কাউন্টির ম্যাচে মাঠে নামবে সারে। এই ম্যাচকে সামনে রেখে সাকিবের সাথে চুক্তি করেছে ক্লাবটি। সারের পরিচালক অ্যালেস স্টুয়ার্ট জানিয়েছেন, সাকিবের অভিজ্ঞতার কারণেই তাকে দলে নেওয়া হয়েছে, ‘আমরা জানতাম এই সময়ে ইংল্যান্ড দলের অনেক ক্রিকেটারকেই পাওয়া যাবে না। বিশেষ করে আমরা একজন স্পিনিং অলরাউন্ডারকে মিস করছি। সাকিবের মতো ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পেলে সেটা অবশ্যই হাতছাড়া করা উচিত হবে না। তাই তাকে দলে নেওয়া সহজ সিদ্ধান্ত ছিল। সে তার অভিজ্ঞতার মাধ্যমে দলকে সমৃদ্ধ করবে। তিনি সারের জন্য কি করতে পারেন সেটা দেখার জন্য মুখিয়ে আছি আমরা।’

সাকিব জানিয়েছেন, সারের হয়ে খেলতে পেরে তিনিও উচ্ছ্বসিত, ‘সারে কাউন্টি ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী দল। এই ক্লাবের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। আশা করি এই মৌসুমে তাদের যে লক্ষ্য সেখানে পৌঁছাতে আমি সাহায্য করতে পারব।’

সারের হয়ে ম্যাচ শেষ করেই সেখান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন সাকিব। সেখানে বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সারাবাংলা/এফএম

কাউন্টি ক্রিকেট সাকিব আল হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ

কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:১০

সম্পর্কিত খবর