Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যক্ষসহ ৩ শিক্ষকের অপসারণ দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৮

নোয়াখালী: অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ২ শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

গতকাল রোববার সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে, গতকাল কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি টের পেয়ে কলেজ ছেড়ে চলে গেলেও আজ তিনি কার্যালয়েই আছেন।

অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি অনুযায়ী মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজকের মধ্যে তারা পদত্যাগ না করলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেবেন বলেও শিক্ষার্থীরা জানান।

সারাবাংলা/এমও

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ মেডিকেল কলেজ শিক্ষার্থী