Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার নতুন ডিসি সাইফুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮

খুলনা: দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপ-সচিব হোসনা আফরোজার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৫ ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সারাবাংলা/এনইউ

খুলনা ডিসি সাইফুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর