Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিবারতন্ত্রের বোঝামুক্ত’ চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৩

চট্টগ্রাম ব্যুরো: সভাপতিসহ ২৪ সদস্যের পুরো পর্ষদ পদত্যাগের পর দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী সই করা এক আদেশে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

আঞ্চলিক তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক মুহাম্মদ আনোয়ার পাশাকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার সরকার বিদায় নেওয়ার পর ব্যবসায়ীদের দাবির মুখে গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজসহ ২৪ পরিচালক পদত্যাগ করে প্রশাসক নিয়োগের অনুরোধ করেছিলেন।

চট্টগ্রাম চেম্বারে ২০২৩-২৫ মেয়াদের ২৪ সদস্যের পুরো পর্ষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ওমর হাজ্জাজ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে। একই পর্ষদে ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের ভাই-মেয়েও। লতিফ-মাহবুবসহ কয়েকজন মিলে চট্টগ্রাম চেম্বারকে পারিবারিকভাবে কুক্ষিগত করে রেখেছেন বলে অভিযোগ করে আসছিলেন ব্যবসায়ীরা।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর