Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মিরাজ

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২১

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক এক সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ। তার অলরাউন্ড পারফরম্যান্সেই বাংলাদেশ তুলে নিয়েছে দুর্দান্ত সেই জয়। সামনে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরাজ বলছেন, কঠিন প্রতিপক্ষ হলেও ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ।

ভারতের মাটিতে সিরিজ খেলতে যাওয়ার আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। প্রস্তুতির মাঝে মিরাজ জানিয়েছেন, শক্তিশালী ভারতকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় বাংলাদেশ, ‘প্রতিটা সিরিজই চ্যালেঞ্জিং। যেহেতু পাকিস্তান সিরিজটা আমরা ভালো করেছি, সবাই ভালো ফর্মে আছে, দ্রুতই পরের সিরিজটা হচ্ছে। তাই ভালো কিছুর প্রত্যাশা করছি। ভারতের মাটিতে সবাই ভালো ফর্মে থাকলে অবশ্যই ভালো ফলাফল আসবে।’

বিজ্ঞাপন

ভারতের পিচ নিয়ে আলাদাভাবে ভাবছেন না মিরাজ, ‘টেস্টে সবসময় চ্যালেঞ্জ থাকেই। প্রতিটা সেশনই চ্যালেঞ্জ। ভারত অবশ্যই ভালো দল। তাদের দারুণ বোলিং আক্রমণ আছে, ব্যাটাররাও ভালো। তাদের পিচে আমি আগেও খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে সেখানে খেলার। তাদের এবারের পিচ আশা করছি ভালো হবে।’

ফলাফল নিয়ে না ভেবে লড়াই করার দিকেই মনোযোগ মিরাজের, ‘আমরা যদি বেশি চিন্তা না করে পারফর্ম করি তাহলে ভালো ফলাফল আসবে। ভারতের মাটিতে আগের টেস্টটা ভালো করতে পারিনি আমরা। এবার একটা ভালো প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমরা সেখানে উপভোগ করার চেষ্টা করব। ওদের সাথে লড়াই করতে পারলে ভালো সুযোগ থাকবে। আমরা যেন ওদের সাথে লড়াই করতে পারি সেই চেষ্টাটাই থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর