Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের ৬ থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে ৬টি থানায় পদায়ন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শাখায় দায়িত্বে থাকা নূর আহমদকে ফটিকছড়ি, কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা নজরুল ইসলামকে দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা গোয়ান্দা শাখার মো. কামরুজ্জামানকে রাঙ্গুনিয়া, আবু জায়েদ মো. নাজমুন নূরকে পটিয়া, সাইফুল ইসলামকে বাঁশখালী ও শেখ মাহাবুবুর রহমানকে সন্দ্বীপ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২ সেপ্টেম্বর চট্টগ্রামের ১২ থানায় ওসিকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছিলেন জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে পুলিশে রদবদল করা হচ্ছে। দেওয়া হচ্ছে পদোন্নতিও।

সারাবাংলা/আইসি/এমও

টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর