Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে অনলাইনে চলবে ক্লাস

চবি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। যদি কোনো বিভাগ শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে অফলাইনে অসম্পূর্ণ পরীক্ষাও নিতে পারবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানতে চাইলে চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ সারাবাংলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত অনলাইনে হবে। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হবে। ভিসি নিয়োগের পরে অফলাইনে ক্লাস হবে। যেহেতু প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্ট নেই তাই অনলাইনে ক্লাস হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে চলা শিক্ষকদের কর্মবিরতিতে গত ১৮ জুলাই থেকে চবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ আছে।

সারাবাংলা/এমআর/ইআ

অনলাইন ক্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর