Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিঙ্গাপুরে চিকিৎসা না নিয়ে দেশকে তাদের মতো করুন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪১

রাঙ্গামাটি: অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা খবর পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা নিজেরা যদি সিঙ্গাপুর যেতে চান, তাহলে এ সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন।’

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘দুনীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায়’ তিনি একথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে হাসনাত বলেন, ‘পাহাড়ে প্রান্তিক পর্যায়ে শিক্ষার গুণগত মান ক্রমশ হ্রাস পাচ্ছে। পাহাড়ের প্রান্তিক পর্যায়ের যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়ে পাহাড় ও সমতলে একই গুণগত শিক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। ঢাকার শিক্ষার্থীরা যে ধরণের শিক্ষার সুযোগ পাবে ঠিক একই ভাবে পাহাড়ের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সব শিক্ষার্থী একই শিক্ষার সুযোগ পাবে। সবার জন্য মৌলিক মানবাধিকার নিশ্চিতসহ যে বাংলাদেশে পাহাড় এবং সমতলের মধ্যে কোনো বিভেদ থাকবে না; আমরা এমন একটি বাংলাদেশ চাই।’

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির রাজনৈতিকরণ করা হচ্ছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসঙ্গে ছিলাম; ঠিক একইভাবে রাষ্ট্রপুনর্গঠনের আন্দোলনে সবাই এক সঙ্গে থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের যেসব ভাইয়েরা বুক পেতে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে শহীদ হয়েছেন, তাদের রক্তের মূল্য দিতে হলেও আমাদের সবাইকে রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশে জনমত গঠনের অংশ হিসেবে রাঙামাটিতে সফরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাঙ্গামাটির সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ রাঙ্গামাটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর