চট্টগ্রামে ৪ ‘ছিনতাইকারী’ আটক
৫ জুন ২০১৮ ১৮:১০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে আটকের কথা জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (০৫ জুন) দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক চারজন হলেন- মো. ফারুক (২৫), মো. আরমান (১৮), মো. সুজন (২১) এবং মো. সাদ্দাম (২১)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে বলেন, আটক চারজনের কাছে ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের সরঞ্জাম পাওয়া গেছে। তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে।।
চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিএম