Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্সিং ডিজির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫২

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেন নার্সিং শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: নার্সিং শিক্ষার্থী ও নার্সিং পেশা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরসহ প্রতিষ্ঠানটির সব পরিচালকের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে বিক্ষোভের পাশাপাশি সড়কও অবরোধ করেন। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ডিজি মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সামনে বিক্ষোভ করেন সব স্তরের নার্স কর্মকর্তা ও ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে মহাখালী রেলক্রসিংয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা।

বিজ্ঞাপন

নার্সিং ডিজির পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাব্বির মাহমুদ তিহান বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন ও বদলি বাণিজ্যে জড়িত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার আচরণ করেন। এ সময় আমাদের একজন নার্স বলেন, আগে আমরা বদলি নিয়ে কথা বলতে পারতাম না। কোণঠাসা করে রাখা হয়েছিল। এখন তো স্বাধীনভাবে কথা বলতে পারি। এ সময় মহাপরিচালক ধমক দিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন, ‘কীসের স্বাধীনভাবে কথা বলতে পারেন? কীসের আবার স্বাধীনতা?’

সাব্বির মাহমুদ তিহান বলেন, একপর্যায়ে নার্সদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘আপনারা ছোট চাকরি করেন। এখন আপনারা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হয়েছেন। শেখ হাসিনা যে আপনাদের দ্বিতীয় শ্রেণি করছেন, এটাই সবচেয়ে বড় ভুল ছিল।’ আমরা মনে করি, তার এই বক্তব্যে নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয় করা হয়েছে, যা নার্সিং সমাজকে ব্যথিত ও ক্ষুব্ধ করে তুলছে।

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী মাহফুজ আহমেদ জানান, বিভিন্ন দাবি নিয়ে তারা সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক তাদের সঙ্গে বাজে আচরণ করেন।

মাহফুজ বলেন, তিনি (নার্সিং ডিজি) আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। এ জন্য আজ আমরা তার কাছে এর ব্যাখ্যা চাইতে এসেছিলাম। এসে দেখি তিনি অফিসে নেই। তার পদত্যাগের দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন, মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারির সামনের সড়কে শিক্ষার্থীরা নামার চেষ্টা করেছিলেন। তবে এর আগেই পুলিশ সেখানে পৌঁছালে শিক্ষার্থীরা আর সড়কে নামেননি। তারা অধিদফতরের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কথা বলতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের মোবাইলে ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মঙ্গলবার তিনি নিজের কার্যালয়েও উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের একাধিক কর্মচারী।

সারাবাংলা/এসবি/টিআর

নার্সিং নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর নার্সিং ডিজি মাকসুরা নূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর