Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে টাস্কফোর্স গঠন, নেতৃত্বে কে এ এস মুর্শিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮

ঢাকা: বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে টাস্কফোর্স গঠন করেছে সরকার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদকে সভাপতি করে ১২ সদস্যের এ টাস্কফোর্স গঠন করে বুধবার (১১ সেপ্টেম্বর) অফিস আদেশ জারি করেছে পরিকল্পনা বিভাগ।

পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব শেফালী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, এ টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ।

বিজ্ঞাপন

অন্য সদস্যরা হলেন- বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ড. আখতার মাহমুদ, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. আব্দুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুমানা হক, এমসিসিআই’র সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মঞ্জুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং বিডি জবস ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর।

এ টাস্কফোর্স আগামী ৩ মাসের মধ্যে একটি প্রাথমিক পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

সারাবাংলা/জেজে/এমও

টাস্কফোর্স গঠন ড. কে এ এস মুর্শিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর