অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩
ঢাকা: রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের এক মাস ১০ দিনের মাথায় প্রথম একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৈঠকটি হবে আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর)।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।
পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা সারাবাংলাকে জানিয়েছেন, বৈঠকে আট থেকে ১০টি প্রকল্প উপস্থাপন করা হতে পারে। তবে প্রকল্পগুলো এখনো চূড়ান্ত করা হয়নি।
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণের দায়িত্ব পালন করে থাকে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। দীর্ঘ ও মধ্য মেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) ও কর্মপন্থা চূড়ান্তকরণ ও অনুমোদন এই পরিষদের কাজ।
এই অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিকে সংক্ষেপে বলা হয় একনেক। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় একনেক বৈঠকে।
আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত সোমবার (৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) পুনর্গঠন করা হয়। এর চেয়ারপারসন করা হয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুনর্গঠিত এনইসিতে সহায়তাকারী কর্মকর্তারা হলেন— মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সব সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবরা।
সারাবাংলা/জেজে/এমও/টিআর