‘বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করবেন কোহলি’
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৯
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আগে তার একটি মন্তব্য বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। সাবেক পাকিস্তান ক্রিকেটার বাসিত আলি আবারও বাংলাদেশের ক্রিকেট ইস্যুতে মন্তব্য করে আলোচনায় এসেছেন। ভারতের বিপক্ষে সিরিজের আগে বাসিত বলছেন, বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করবেন বিরাট কোহলি।
সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে কোহলি তেমন আলো ছড়াতে পারেননি। এই বছর মাত্র একটি টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন কোহলি। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে দুই ইনিংসে মিলিয়ে মাত্র ৫৮ রান করেন কোহলি।
বাসিত মনে করেন, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরি করবেন কোহলি, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সে ছিল না। শ্রীলংকার বিপক্ষে সিরিজেও কোহলি ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, ২০০ রানের ইনিংসও দেখবেন!’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাসিত বলেছিলেন, বৃষ্টি ছাড়া বাংলাদেশকে হার থেকে কেউ বাঁচাতে পারবে না। তবে তার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে উল্টো ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ!
বাংলাদেশ কি পারবে আবার বাসিতকে ভুল প্রমাণ করে কোহলিকে অল্প রানে ফেরাতে?
সারাবাংলা/এফএম