চাঁদপুরে কলেজ অধ্যক্ষ হত্যার ঘটনায় মামলা, স্বামীসহ আটক ২
৫ জুন ২০১৮ ১৯:৩৮ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
চাঁদপুর: চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সী (৫৫) খুনের ঘটনায় ভাই ফোরকান খান বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়। সোমবার (৪ জুন) রাতে চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসার দ্বিতীয় তলায় খুন হন শাহীন সুলতানা।
পরে নিহতের স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী জুলেখাসহ অজ্ঞাত ৩ জনকে আসামি করা মামলা করা হয়।
ওই হত্যাকাণ্ডের পরপরই পুলিশ জহিরুল ইসলাম এবং মঙ্গলবার ভোরে চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ ভাড়া বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী জুলেখাকে আটক করে।
শাহীন সুলতানা ফরিদগঞ্জ উপজেলার গল্লাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের সদস্য ছিলেন। স্বজনরা জানান, জহিরুল-ফেন্সির দাম্পত্য জীবন ২০ বছরেরও বেশি সময়ের। তাদের তিন মেয়ের মধ্যে দুজন দেশের বাইরে থাকেন। আরেকজন কুমিল্লা মেডিক্যাল কলেজে পড়ছেন।
সারাবাংলা/টিএম
আরও পড়ুন
চাঁদপুরে কলেজ অধ্যক্ষের লাশ উদ্ধার