মোবাইল চোর সন্দেহে গণধোলাই, ১ ব্যক্তির মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৯
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মোবাইল চোর সন্দেহে গণধোলাইয়ে শিকার হয়ে একব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে জুরাইন সালাউদ্দিন সিএনজি পাম্পের সামনে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর পর সারাদিন কোনো পুলিশি সহায়তা না পেয়ে রাত পৌনে ৯টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
হাসপাতালে শিক্ষার্থী মো. জিহাদ ও রবিউল ইসলাম জানান, বেলা ১১টার দিকে জুরাইন সালাউদ্দিন সিএনজি পাম্পের সামনে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তখন ওই ব্যক্তিকে আবার দয়াগঞ্জ কদম রসুল জামে মসজিদের সামনে নিয়ে যাওয়া হয়। তখন এক টেম্পু চালকের কাছ থেকে জানা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, রাত পর্যন্ত কোনো পুলিশি সহায়তা না পেয়ে থানায় যোগাযোগ করি। গেন্ডারিয়া থানাপুলিশ মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। পরে রাতে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, জুরাইন এলাকা থেকে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম