দ্বিতীয় ইনিংসেও সাকিবের ৪ উইকেট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১০:১০
১৩ বছর পর কাউন্টি ক্রিকেট খেলতে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। সারের হয়ে দ্বিতীয় ইনিংসেও বল হাতে উজ্জ্বল সাকিব। সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তুলে নিয়েছেন সাকিব, সুযোগ আছে ৫ উইকেট নেওয়ারও।
ব্যাট হাতে গতকাল খুব একটা ভালো করতে পারেননি সাকিব। দলীয় ১৯৬ রানের মাথায় ক্রিজে নেমেছিলেন সাকিব। ক্রিজে সাকিব টিকতে পেরেছেন মাত্র ৫ ওভার। দলীয় ২১৬ রানের মাথায় ব্যক্তিগত ১২ রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে সাকিবকে। ইনিংসে মাত্র একটি চার মেরেছেন সাকিব।
তবে বোলিংয়ে নেমে দেখা গেছে চিরচেনা সেই সাকিবকে। প্রথম ইনিংসের মতো এবারও তার ঘূর্ণিজাদুতে বিধ্বস্ত প্রতিপক্ষ। সমারসেটের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট তুলে নেন সাকিবই। আর্চি ভনকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন সাকিব।
ভনের পর সাকিব একে একে ফিরিয়েছেন টম আবেল, জেমস রিউ ও অধিনায়ক লুইস গ্রেগোরিকে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ২৫ ওভার বোলিং করে ৮৩ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। সমারসেটের সংগ্রহ ৯ উইকেটে ১৯৪ রান। সাকিবের তাই এখনো ৫ উইকেট নেওয়ার সুযোগ থাকছে।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়ার সময় সাকিব ছুঁয়েছেন আরেকটি মাইলফলকও। রিউকে ফিরিয়ে সাকিব তুলে নিয়েছেন প্রথম শ্রেণি ক্রিকেট ক্যারিয়ারের ৩৫০তম উইকেট। ১০৬ ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁলেন তিনি।
সারাবাংলা/এফএম