গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের ওপর থেকে রক্তাক্ত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কামদিয়া ইউনিয়নের তালিতা সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী পুলিশ তদন্ত অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে তবে লাশের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, তাকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।