Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৩ শিশুর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে এক শিশু।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার নাগেশ্বরী, উলিপুর ও চিলমারী উপজেলা থেকে দুপুরে লাশগুলো উদ্ধার করে স্থানীয়রা।

উদ্ধার হওয়া মৃত শিশুরা হলো- নারায়ণপুরের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭) এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এখনো নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে ও আতিকের বোন আঁখি খাতুন (৯)।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের পাঁচ শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় এক শিশু পাড়ে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে নদে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের বেশ কয়েকজন মিলে তাদের খোঁজাখুজি শুরু করে। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও তাদের পাওয়া যায়নি। বুধবার রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আজ দুপুরে এদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

মিডিয়া এখনো নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০

আরো

সম্পর্কিত খবর