Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২২

সারের হয়ে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব। চতুর্থ দিনের শুরুতেই ‘ফাইফার’ পেলেন তিনি। সমারসেটের শেষ উইকেট তুলে নিয়ে ৫ উইকেট শিকার করেই ম্যাচে নিজের বোলিংয়ের ইতি টানলেন সাকিব।

তৃতীয় দিনশেষে ৯ উইকেট হারিয়েছিল সমারসেট। এর মাঝে ৪টি উইকেট পেয়েছিলেন সাকিব। আজ দিনের শুরুতেই সমারসেটের শেষ উইকেট তুলে নেন সাকিব। শেষ ব্যাটার হিসেবে সাকিবের বলে ফিরেছেন টম ব্যান্টন। ২৯.৩ ওভার বোলিং করে ৯৬ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন সাকিব।

প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। দুই ইনিংস মিলিয়ে ১৯৩ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন সাকিব। ম্যাচে তিনিই সফলতম বোলার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর