Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য ও আইসিটি সচিব ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪২

ঢাকা: সরকার পরিবর্তনের পর প্রশাসনে ব্যপক রদবদলের মধ্যে এবার আরও দুই মন্ত্রণালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। তারা দুজন হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

দুই সচিবকে ওএসডি করে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের ওএসডি করার আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কোটা সংস্কার আন্দোলনের জের ধরে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। তিন দিনের মাথায় ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। আগের সরকার পতনের পর থেকেই প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরে বদলি, অব্যাহতি, চাকরিচ্যুতি, নিয়োগ বাতিলের হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় এবার দুই সচিব ওএসডি হলেন।

সারাবাংলা/টিআর

আইসিটি সচিব ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর