Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্তর্বর্তীকালীন সরকার শিগগির সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৪

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার শিগগির সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনে বিএনপির ঘোষিত দুইদিনের কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা করতে এ সভা আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং তিনি কিছু সংস্কারের কথা বলেছেন সেখানে সংস্কারে যারা দায়িত্বে তাদের নামও উল্লেখ করেছেন। তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই অন্তবর্তীকালীন সরকারের, সেটা তিনি মোটা দাগে তুলে ধরেছেন।’

‘এখানে আমি মনে করি যে, সংস্কারের কথা আমরা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার একেবারে ধ্বংস করে ফেলেছিল। সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন, জনগণের পরিচালনায় তাদের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে সেই বিষয়টা যেন অবশ্যই খুব দ্রুততার সঙ্গে সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা এই অন্তবর্তীকালীন সরকারের সাফল্য কামনা করি। আমরা মনে করি যে, অন্তবর্তীকালীন সরকার কাজ করছে। এই কাজ করার জন্য তাদেরকে সময় সুযোগ সবই দেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি যে, তারা যথা শিগগিরই সম্ভব স্বল্প সময়ের মধ্যে এই কাজ(সংস্কার) গুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন।’

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। আমরা আশা করব, তারা জনগনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। একটি কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেজন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাতে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। জনগণ কী চায়, জনগণ কীভাবে জিনিসটা দেখতে চায়, সেই বিষয়টা থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আশা করব, বর্তমান যে অন্তর্বতীকালীন সরকার আছে, তারা সেটা উপলব্ধি করবেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা দায়িত্ব অত্যন্ত সুচারুরুপে পালন করার চেষ্টা করবেন এবং জনগণ যাতে উপকৃত হয়, সেই প্র্রত্যাশাই আমাদের থাকবে।’

ফখরুল বলেন, ‘১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এজন্য বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য এই দিবসটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা পালন করতে চাই। দুই দিনের কর্মসূচি আমরা নিচ্ছি। ১৪ সেপ্টেম্ব ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল সাড়ে তিনটায় সমাবেশ হবে। এই সমাবেশটি হবে ১৪/১৫ বছরে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহিদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে এই সমাবেশটি হবে। এই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, কবিতা পাঠের অনুষ্ঠান থাকবে।’

তিনি বলেন, ‘এই রকম বিপ্লবের পরে এই ধরনের সমস্যা থাকতেই পারে। এটা তো সম্পূর্ণ নতুন গভমেন্ট। প্রশাসনে এত দিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ রাজনীতিকরণ করতে গিয়ে সব জায়গায় বেশিরভাগ লোকই তাদের মতালম্বী লোকদের প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। ফলে এটা একটু সময় লাগবেই। পুরোপুরিভাবে নতুন করে তো এই মুহুর্তে রিক্রুট করে এতো অফিসার নিয়োগ করা সম্ভব না। যা আছে তাদেরকে দিয়ে করতে হবে। সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস যে, অতি অল্প সময়ের মধ্যে সব কিছু সুষ্ঠু হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর