Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসকে প্রধান করে হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৪

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এ ছাড়াও মীর মাহবুবুর রহমান, কাজী ওয়াকার আহমেদ, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদসহ আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হয়ে মোট ২১ সদস্যের একটি প্যানেল হবে এই ফাউন্ডেশনের।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে এই ফাউন্ডেশন ও অন্যান্য বিষয় নিয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা জানান, মূলত শহিদ এবং আহতদের নিয়ে কাজ করবে এই ফাউন্ডেশন। আহতদের পুনর্বাসনসহ আরও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো এই ফাউন্ডেশন দেখবেন এবং সবচেয়ে বড় কাজ হবে স্মৃতি ধরে রাখা। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবেও এই ফাউন্ডেশনে ডোনেট করা যাবে।

বিভিন্ন নীতিমালার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব নাহিদ ইসলাম বলেন, ‘যে ধারাগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, সেই ধারাগুলো সংশোধন করা হবে; নাকি পুরো আইনটিই বাতিল করা হবে, তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো আইন যেন গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেটা খেয়াল রাখা হবে।’

প্রশাসনের বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রশাসনে স্থবিরতা আছে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি এবং যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা কাজ করছি। সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি-দাওয়া আসছে।’ সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের স্থবিরতা কেটে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

বিজ্ঞাপন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘গুমের জন্য তদন্ত কমিশন করা হয়েছে। বিগত সরকারের আমলে সাংবাদিকরা যে হয়রানির শিকার হয়েছেন, সেটা বিবেচনা করা হবে। সেইসঙ্গে ১৬ বছর ধরে যে মামলাগুলো ছিল, সেগুলো তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করা হবে।’

সাংবাদিকদের হয়রানি ও মামলার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন জায়গায় সাংবাদিকদের নামে মামলা করা হচ্ছে। নিরপরাধ কোনো সাংবাদিক যেন ভুক্তভোগী না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। সুস্পষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করে মামলা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মামলার ঘটনা ঘটেছে, যা সমর্থনযোগ্য নয়।’

উপদেষ্টা বলেন, ‘আন্দোলনের সমন্বয়কদের, এমনকি সরকারের দায়িত্বে থাকা অনেকের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনেক অন্যায় সুযোগ-সুবিধা নেওয়ার মতো ঘটনা ঘটছে। সমন্বয়কদের নাম ব্যবহার করে কোথাও কোনো অন্যায়ের চেষ্টা করলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারের জায়গা থেকে পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে চেষ্টা করা হচ্ছে এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশ এবং প্রশাসনকে সহায়তার অনুরোধ জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘বিগত সরকারের শাসনামলের ১৬ বছরে পুলিশ এবং প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে এবং দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। ফলে পুলিশ এখনো আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারছে না এবং আইন-শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।’

পুলিশদের বিভিন্ন ক্ষোভের বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘১৬ বছর তাদের অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে এবং আবার যেন তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় বা বিরোধীদল দমনে অথবা আন্দোলনে ব্যবহার না করা হয় সেই জন্য পুলিশ স্বায়ত্তশাসন চাচ্ছে, সংশোধন চাচ্ছে। পুলিশ বাহিনী থেকে প্রস্তাব এসেছে এবং কমিশন এই কাজটি করবে। আন্দোলনের পুরা সময়টায় পুলিশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে যেন আর দাঁড়াতে না পারে, সে বিষয়ে নীতিমালা করা হবে এবং কমিশন সে প্রস্তাবনা দেখবে।’ একইসঙ্গে পুলিশ যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য পুলিশকে সবরকমের সহায়তা দেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো, মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ড. মুহাম্মদ ইউনূস প্রধান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর