Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে সহজেই হারাবে ভারত: কার্তিক

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০০

বাংলাদেশ-ভারত সিরিজ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। সিরিজ শুরুর আগে শুরু হয়ে গেছে কথার লড়াইও। সাবেক ভারতীয় কিপার দিনেশ কার্তিক মনে করেন, ঘরের মাঠে বাংলাদেশকে সহজেই হারাবে ভারত।

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়েই ভারতের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-২০ সিরিজ খেলতে দুদিন পরেই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন শান্ত-মুশফিকরা।

বিজ্ঞাপন

ক্রিকবাজকে দেওয়ার এক সাক্ষাৎকারে কার্তিক বলেছেন, পাকিস্তানকে হারালেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় না বাংলাদেশ ভারতকে হারাতে পারবে। ভারতের মাটিতে ভারতকে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেছে। কিন্তু এই বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না।’

বাংলাদেশের বিপক্ষে পেস সহায়ক পিচ বানাবে ভারত, বিশ্বাস কার্তিকের, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব পিচ বানাতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এমনটা করবে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতির ব্যাপারও রয়েছে। আমার মনে হয় দুই স্পিনারের পাশাপাশি তিন পেসার নামাবে ভারত।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর