Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ১২


৫ জুন ২০১৮ ২০:২২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২০০ পিস ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোহাম্মদপুরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার ওয়াহেদুল ইসলাম।

তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে মোহাম্মদপুরের শিয়া মসজিদ, বাঁশবাড়ী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ২০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াডের সম্মিলিত অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

রাজধানীর বিভিন্ন স্থানে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর