Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর কোরিয়ায় কিম জং উনের সঙ্গে রুশ নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৭

রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রেমলিন পিয়ংইয়ংয়ের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার কয়েক সপ্তাহ পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি এ সাক্ষাৎ করলেন।

মস্কো এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার নিরাপত্তা পরিষদ তাদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বলেছে, ‘পিয়ংইয়ংয়ে বৈঠকগুলো খুবই আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় সফর চলাকালে এ দুই দেশের নেতারা সমঝোতার ভিত্তিতে এসব চুক্তি করেন।’

সারাবাংলা/এমও

উত্তর কোরিয়া কিম জং উন রুশ নিরাপত্তা প্রধান