Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি মঙ্গলবার নগরবাসীর কথা শুনবেন সিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৩

চট্টগ্রাম ব্যুরো: সপ্তাহের প্রতি মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যার কথা শোনার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এ ছাড়া সিএমপির অপরাধ বিভাগের চার জন উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়েও একই কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকেই এ কার্যক্রম চালু হচ্ছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি মঙ্গলবার নিজ কার্যালয়ে সিএমপি কমিশনার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনে সমাধানের চেষ্টা করবেন। প্রতি রোববার বিকেল ৩ টায় চার জন উপ-কমিশনার নিজ নিজ কার্যালয়ে সাধারণ মানুষের বক্তব্য শুনে ব্যবস্থা নেবেন।

এ ছাড়া প্রতিটি থানায় প্রতি সপ্তাহে একদিন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে, যাতে সাধারণ লোকজন তাদের অভিযোগ ও সমস্যা তুলে ধরবেন। থানা থেকে সময় নির্ধারণ করে সেই এলাকার লোকজনকে জানিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ নগরবাসীর কথা মঙ্গলবার সিএমপি কমিশনার

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর