Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৮

ঢাকা: সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি দরগাহ ও মাজারে হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যেকোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগাহের হামলার কঠোর নিন্দা জানায়। বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্ম-বিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ।

সম্প্রীতি বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এতে আরো বলা হয়, আমরা বাংলাদেশকে এই সৌহার্দপূর্ণ সম্প্রীতির দেশ হিসেবে রাখব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

সারাবাংলা/এমও

মাজারে হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর