Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালান্ড জাদুতে সিটির চারে চার

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০

গত কয়েক মৌসুম ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের একক আধিপত্য। নতুন মৌসুমেও দাপটের সাথেই খেলছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত ফর্মে থাকা আরলিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে সিটির জয়রথ ছুটছেই। টানা চার ম্যাচে জিতে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান মজবুত করেছে সিটিজেনরা। অন্য ম্যাচে নটিংহাম ফরেস্টের কাছে ১-০ ব্যবধানে হেরেছে লিভারপুল।

বিজ্ঞাপন

ইতিহাদে ম্যাচের মাত্র ২২ সেকেন্ডের মাথায় সিটিকে চমকে দিয়ে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ছন্নছাড়া সিটি রক্ষণভাগ লুইস পটারের ক্রস থামাতে পারেনি। সেই ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান ইয়োয়ান উইসা। ম্যাচে সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি সিটি। প্রথম তিন ম্যাচের নায়ক হালান্ড আবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন দলের হয়ে। ১৯ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন হালান্ড।

বিজ্ঞাপন

৩২ মিনিটে লিড নেয় সিটিই। এবারো সিটির হয়ে বল জালে জড়ান হালান্ড। গোলরক্ষক এডারসনের লম্বা এক পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন হালান্ড। এটি এবারের লিগে তার ৯ম গোল। প্রথমার্ধে আর গোল না হলে লিড নিয়েই বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল সিটি। তবে ফরোয়ার্ডদের মিসের কারণে লিড আর বাড়াতে পারেনি তারা। ব্রেন্টফোর্ড তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। লিগের টানা ৪ ম্যাচে জয় পেল তারা। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকল সিটি।

রাতের অন্য ম্যাচে অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে আরেক শিরোপাপ্রত্যাশী লিভারপুল। প্রথমার্ধে গোলশূন্য ভাবে শেষ হয় খেলা। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে লিভারপুলকে হতাশায় ডুবিয়ে লিড নেয় ফরেস্ট। দারুণ এক পাল্টা আক্রমণে এলানগার পাসে বল জালে জড়ান হাডসন ওডোই। শেষ পর্যন্ত তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরেস্ট। এই হারে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর