Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিলো সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৯

ঢাকা: বাজার নিয়ন্ত্রণে এবার ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উৎপাদক ও পাইকারি উভয় পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ডিমের দাম উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা শূন্য ১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করে দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

এ ছাড়া ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে ১৬৮ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১৭২ টাকা ৬১ পয়সা এবং ভোক্তা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা এবং সোনালি মুরগির দাম উৎপাদক পর্যায়ে ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারিতে ২৬৪ টাকা ৫৭ পয়সা এবং ভোক্তা পর্যায়ে ২৬৯ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ ডিম ও মুরগি দাম নির্ধারণ সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর