পুঁজিবাজার সংস্কার, উন্নয়ন ও বিকাশে টাস্কফোর্স গঠনের দাবি ডিবিএ’র
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১২
ঢাকা: ব্যাংকের মতো দেশের পুঁজিবাজার সংস্কার, উন্নয়ন ও বিকাশে একটি টাস্কফোর্স করার দাবি জানিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
রোববার (১৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সই করা চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিএ সেক্রেটারি মো. দিদারুল গনী। চিঠিতে পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে টাস্কফোর্স গঠনসহ বেশকিছু সুপারিশ করা হয়।
ডিবিএ‘র চিঠিতে স্টক ব্রোকারদের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার ব্যাংকিং, অর্থনীতি, সংবিধান প্রভৃতি খাতের সংস্কারের জন্য কয়েকটি টাস্কফোর্স গঠন করেছে। আমাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উদ্দেশ্য ও নীতি অনুসরণ করে, পুঁজিবাজারের মতো একটি বৃহৎ খাতের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে শিগগিরই পুঁজিবাজার খাতের সংস্কারের জন্য একটি টাস্কফোর্স গঠন করবে।
এ সময় পুঁজিবাজারের সংস্কার করার জন্য বেশকিছু সুপারিশ করে ডিবিএ।
সংস্থাটি মনে করে সরকারের বড় বড় অবকাঠামো প্রকল্পগুলোতে অর্থায়নের জন্য পুঁজিবাজারে পণ্যের বিকাশ অত্যাবশ্যক এবং অপরিহার্য। স্থানীয় এবং এনআরবিদের জন্য ‘সঞ্চয়কে বিনিয়োগে’ রূপান্তরিত করার জন্য কাজ করা উচিৎ।
সারাবাংলা/জিএস/এমও