Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান দলকে বাংলাদেশের সেরা টেস্ট দল মানছেন হার্শা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের এবারের মিশন ভারত সফর। ২ টেস্ট ও ৩ টি-২০ খেলতে এরই মাঝে চেন্নাইতে পা রেখেছেন নাজমুল হোসেন শান্তরা। টেস্ট সিরিজ শুরু আগে জমে উঠেছে কথার লড়াইও। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলছেন, এই বাংলাদেশ দলটা তার দেখা বাংলাদেশের সেরা টেস্ট দল।

ভারত-বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বার্তায় হার্শা ভোগলে জানিয়েছেন, ভারত ফেভারিট হলেও বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন তিনি, ‘ভারত এই সিরিজে এগিয়ে আছে, তারা ফেভারিট। তবে আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করবো। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াই করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের এই দলকে নিজের দেখা সেরা টেস্ট দল মানছেন হার্শা, ‘শেষবার তাদের দেখেছি ২০১৯ সালে। তাদের মাঝে সেই প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছাটা দেখিনি। এবার আমি সত্যিই বিশ্বাস করি এটা অনেকদিনের মাঝে আমার দেখা বাংলাদেশের সেরা টেস্ট দল।’

ভারত বাংলাদেশকে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে, এই ঘটনায় দারুণ খুশি হার্শা, ‘আমি খুবই খুশি যে ভারত আবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দুঃখের ব্যাপার হচ্ছে তারা খুব বেশি আমন্ত্রণ পায় না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে তারা খুব বেশি টেস্ট খেলতে পারেনি। তাই আমি আনন্দিত যে ভারত তাদের এখানে টেস্ট খেলার সুযোগ করে দিয়েছে।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট।

 

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর