সাবেক পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫০
১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫০
ঢাকা: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে।
মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ সাল থেকে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের (সুমন) কাছে হেরে যান মাহবুব আলী।
সারাবাংলা/ইউজে/এমও