Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০

ফাইল ছবি

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে হাফেজ বাপ্পি মিয়া (২৫) এর সঙ্গে বাবা চান্দু মিয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চান্দু মিয়া বাড়ির উঠানে থাকা কোদালের বাট দিয়ে বাপ্পির মাথায় আঘাত করেন। এতে বাপ্পি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাকে ঢাকার মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলের বাপ্পি মিয়া মারা যান।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় প্রতিবেশী আখতারুজ্জামান বাদী হয়ে নিহতের বাবা, মাতা, ভাই ও চাচাকে আসামি করে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর