Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমিট্যান্স বৃদ্ধিতে রিজার্ভের পতন থামানো গেছে: বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৬

ঢাকা: চলতি বছরের জুলাই থেকে আগস্ট মাসে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠায়েছেন। রিজার্ভ বৃদ্ধির বড় কারণ এই রেমিট্যান্স প্রবাহ। রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের (ক্ষয়রোধ) পতন থামানো গেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এসব কথা জানান।

তিনি বলেন, ‘প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংক মনে করে রিজার্ভের পতন থামানো গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে ২ হাজার ৪৩০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ২ হাজার কোটি ডলারের কাছাকাছি।’

হুসনে আরা শিখা আরও বলেন, ‘সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেরাই ডলার কেনা-বেচা করতে পারছে। ডলারের দাম বর্তমানে ১১৮ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেলে ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম। ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে।’

এছাড়া আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলেও তিনি জানান।

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ বাংলাদেশ ব্যাংক রিজার্ভের পতন রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর