Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক এক সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মাঝে চেন্নাই পৌঁছে গেছেন শান্ত-মুশফিকরা। দুদিন পরেই শুরু চেন্নাই টেস্ট। সিরিজ শুরুর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সংবাদ সম্মেলনে জানালেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারত।

সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ সিরিজ খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ কি সেটারই প্রস্তুতি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোহিত জানালেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সমান গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘এটা অস্ট্রেলিয়া সিরিজের ড্রেস রিহারসেল নয়। প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সেটা যার বিপক্ষেই হোক না কেন। আমরা জিততে চাই। খুব দূরে তাকাতে চাই না। সবাই একসাথে ভালো পারফর্ম করে ভালো একটা সিরিজ পার করতে চাই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতে যাওয়ার আগে জানিয়েছিলেন, পাকিস্তানের মতো ভারতকেও দুই ম্যাচে হারাতে চান তারা। রোহিত এই প্রসঙ্গে খানিকটা মজা করেই বললেন, সবাই ভারতকে হারিয়ে মজা পায়, ‘সব দলই ভারতকে হারাতে চায়। এটায় তারা মজাও পায়! তাদের মজা পেতে দেওয়া উচিত। আমরা সব দলের সাথেই অনেক সিরিজ খেলেছি। আমরা নিজেদের খেলায় মনোযোগ দেব। ইংল্যান্ডও এখানে খেলতে এসে অনেক কিছুই বলেছিল। আমরা সেদিকে নজর না দিয়ে নিজেদের প্রস্তুতি নিয়েছি। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিপক্ষ নিয়ে ভাবি না।’

আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর