Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে ইমরান হাসান নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় সাবেক রেল নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ আদেশ দেন।

এদিন নূরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মিয়া। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশবাহিনী নির্বিচারে গুলিতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ নূরুল ইসলাম সুজন রিমান্ড সাবেক রেলমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর