বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী যুবক গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) নগরীর বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়ার আবুল কালাম কলোনির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মিজান (৩৩) নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে মিজান জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের সময় মিজানের কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গত ১৭ ও ১৮ জুলাই নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় গুলিবর্ষণ করেন মিজান। অস্ত্র হাতে তার ছবি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রেফতার মিজানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে সাতটি মামলা আছে। কিশোর গ্যাং নেতা হিসেবে তারা পরিচিতি আছে বলে র্যাব জানিয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম