Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কীটনাশক খেয়ে ছটফট করছিল তরুণী, ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় কীটনাশক খেয়ে ছটফট করতে থাকা এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অজ্ঞাত ওই তরুণীর আনুমানিক বয়স হবে (২৫) বছর।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পথচারীরা ওই তরুণীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোছা. সালমা আক্তার ও মো. ইয়ামিন বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে ধলপুর র‍্যাব-১০ অফিসের সামনে রাস্তায় ছটফট করছিল ওই তরুণী। কাছে যেতেই বলে আমাকে বাঁচান। আমি কীটনাশক পান করেছি। আমার বাসা নারায়ণগঞ্জে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।’

সালমা আরও বলেন, ‘রাস্তায় পড়ে থাকা অবস্থায় অনেক লোক থাকলেও কেউ ধরে নাই। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার পা ধরে বলছিল, আমাকে বাঁচান। পরে তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ধলপুর এলাকা থেকে এক তরুণীকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কীটনাশক তরুণী মৃত্যু