আর্দ্র-উষ্ণ দিনে
৬ জুন ২০১৮ ১০:৪০
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
জ্যৈষ্ঠ মাসের ২৩ তারিখে এসে আবারও ঝলসে উঠেছে সূর্য। গতকাল বৃষ্টি একটু কম হয়েছিল। আকাশে মেঘও ঠিক কিউমুলোনিম্বাস ছিল না। ব্যাস! এই সুযোগ কি কেউ আর ছাড়ে? সূর্য তো মোটেই ছাড়বে না এমনি সে সহসা সুযোগ পাচ্ছে না শক্তি দেখানোর।
আজকে ভোর ৫টা ১১ তে সূর্য উঠে বসে আছে। ভোর ছয়টা বাজতেই ঝকঝকে দুপুরের রোদ। এই মুহূর্তে আকাশে একটু মেঘ আছে। কিন্তু কী ভরসা সেই মেঘের?
দুদিনের সুযোগেই তাপমাত্রা বেড়ে হয়েছে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস! গরম বলে গরম? পুরা জ্বালা গরম!
বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশেরও উপরে আকাশে মেঘ আছে যে। গরমে ঘামে একদম অস্থির অবস্থা হয়ে যাবে। এমন মেঘের দিনে একবারও ঝড় হবে না তাও কী হয়?
আবহাওয়ার পূর্বাভাসে যদিও ঝড়ের কথা বলা নেই তবুও ঝড়ের জন্য প্রস্তুতি থাকা ভালো। ঝড় এলে বজ্রপাত হবে, এটাও মাথায় রাখতে হবে।
বজ্রপাত থেকে বেঁচে থাকতে হবে। দিনটি নিরাপদে কাটুক।
সারাবাংলা/এমএ