Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেইনের ৪, জাগরেবকে ৯ গোলের লজ্জা দিলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৩

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ডায়নামো জাগরেবের বিপক্ষে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে এই ম্যাচে অবিশ্বাস্য হ্যারি কেইনের ৪ গোলের সুবাদে জাগরেবকে ৯-২ ব্যবধানের বিশাল হারের লজ্জা দিয়েই মৌসুম শুরু করল বায়ার্ন।

ম্যাচের শুরু থেকেই জাগরেবের উপরে ছড়ি ঘুরিয়েছে বায়ার্ন। ১৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় বায়ার্ন। সেখান থেকে নিজের প্রথম গোল পান কেইন। এরপর কেইন বল জালে জড়িয়েছেন আরও ৩ বার। ৫৭ মিনিটে কেইন নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৭৩ ও ৭৮ মিনিটে পাওয়া আরও দুটি পেনাল্টি থেকে গোল করে ম্যাচে নিজের ৪ গোল পূর্ণ করেন কেইন। এই হ্যাটট্রিকে নতুন রেকর্ডও গড়েছেন কেইন। প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পেনাল্টির মাধ্যমে তিন গোল পেলেন তিনি। এটি তার ক্যারিয়ারের ২৪তম হ্যাটট্রিক।

বিজ্ঞাপন

কেইন ছাড়াও বায়ার্নের হয়ে গোল করেছেন আরও ৪ ফুটবলার। ৩৩ মিনিটে গোল পান রাফায়েল গুরেরিও। মিকেল অলিসে করেছেন জোড়া গোল। ৩৮ ও ৬১ মিনিটে বল জালে জড়ান তিনি। ৮৫ মিনিটে গোল পান লেরয় সানে। ৯২ মিনিটে বায়ার্নের সবশেষ গোল করেন লিওন গোরেটজকা।

বায়ার্নের তান্ডবের জবাবে জাগরেব মাত্র দুবারই বল জালে জড়াতে পেরেছে। ৪৮ মিনিটে গোল পান জাগরেবের ব্রুনো পেটকোভিচ। ৫০ মিনিটে দ্বিতীয় গোল আসে টাকুয়া ওগিওয়ারার পা থেকে।

শেষ পর্যন্ত ৯-২ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগের আধুনিক যুগে প্রতিপক্ষের জালে ৯ গোল দেওয়ার ঘটনা এটাই প্রথম।

রাতের অন্য বড় ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। ৩ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে গিয়েছিল মিলানই। ২৩ মিনিটে সমতা ফেরান ইব্রাহিমা কোনাতে। ৪১ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ভ্যান ডাইক। ৬৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ডমিনিক সোবোলাই। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় লিভারপুল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর