হেলিকপ্টারে সিলেট থেকে ঢাকার কারাগারে আনা হলো সাবেক বিচারপতি মানিককে
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৮
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৮
ঢাকা: অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে (৭৪) সিলেট থেকে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, ‘অবসরপ্রাপ্ত বিচারপতিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে নিরাপত্তা দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। তাকে প্রথমে ঢাকার পুরোনো বিমানবন্দরে এবং সেখান থেকে নিরাপত্তা দিয়ে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/ইউজে/এমও